জর্জিয়া জরুরি অবস্থা জারি, বিক্ষোভে উত্তাল

483

মিরর ডেস্ক :  জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে জরুরি অবস্থা জারি করেছেন। জানা গেছে, আটলান্টায় বিক্ষোভ আরো বেড়ে যাওয়ার জেরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আজ শনিবার এক বিবৃতিতে ব্রায়ান কেম্প বলেন, মেয়র কেইশা বটমসের অনুরোধে এবং জননিরাপত্তা এবং জরুরি প্রস্তুতি সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে, আমি ফুলটন কাউন্টির জন্য জরুরি অবস্থা জারি করছি। আটনাল্টায় জনগণের সুরক্ষা ও তাদের মালামালের সম্পদ রক্ষার জন্য পাঁচশ সেনা মোতায়েন করার নির্দেশ দিচ্ছি। এর আগে গত সোমবার কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড (৪৬) মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হন। সেই ঘটনার জেরে পুরো যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের ব্যাপারে মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।