জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি ফরিদা ইয়াসমিনের মা আর নেই

441

মিরর বাংলাদেশ :   জাতীয় প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াস‌মিনের মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরেরর সিইও নঈম নিজামের শ্বাশুড়ি জাহানারা হোসেন (৭৬) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত রা‌তে রাজধানীর পপুলার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। তি‌নি বার্ধক্যজনিত রো‌গে ভুগ‌ছি‌লেন।
শোকসন্তপ্ত পরিবারের সদস্য‌দের প্রতি গভীর সমবেদনা। মহান আল্লাহতায়ালা তাদের শোক সইবার শক্তি দিন। আমিন।