জাবি’র জনসংযোগ কর্মকর্তার বাবার ইন্তিকাল

767

মিরর বাংলাদেশ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সেকশন অফিসার এবং ঢাকা টাইমসের সাবেক সিনিয়র রিপোর্টার মো. মহিউদ্দীন মাহীর বাবা মো. সিদ্দিক আহম্মদ মুন্সি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মঙ্গলবার বিকাল ৫টায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিজ বাড়িতে তিনি মারা যান।তার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ শোক জানিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মরহুম সিদ্দিক আহম্মদ স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।