জেএফএম’র সভাপতির   মায়ের  ইন্তেকাল

711

মিরর বাংলাদেশ :  জেএফএম’র সভাপতি,     ঢাকা রিপোর্টার্স ইউনিটির   স্থায়ী  সদস্য, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন সমবায় সমিতির সম্পাদক মো: মনির হোসেন এর মাতা নাজনীন বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

আজ রোববার (২৬ এপ্রিল) সকাল পৌনে ছয়টার দিকে তিনি রাজধানীর বংশাল থানাধীন নিমতলীর নিজ বাসায় মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যাসহ জটিল রোগ নিয়ে বাসায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে নাজনীন বেগমের বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নিমতলী জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে।

মিরর বাংলাদেশ  পরিবারের পক্ষ থেকে   গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।