মিরর বাংলাদেশ : টাকার বিনিময়ে করোনাভাইরাস পজিটিভ বা নেগেটিভ ভুয়া সনদ সরবরাহকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) সদস্যরা। সোমবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকরা হলেন- ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনাভাইরাসের ভুয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার এবং দুটি স্ক্যানার উদ্ধার করা হয়। ভুয়া নেগেটিভ সনদ কিনে ক্রেতারা তা কর্মক্ষেত্রে যোগদানসহ বিভিন্নস্থানে ভ্রমণ করতে ব্যবহার করছিল। আবার ভুয়া পজিটিভ সনদ কর্মক্ষেত্রে ছুটি বা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আদায়ে ব্যবহার হচ্ছিলো বলে জানান অভিযানে থাকা কর্মকর্তারা।