ট্রাফিক ব্যারেক ছায়ানীড়’র উদ্বোধন করলেন এসপি জায়েদুল

600

মিরর প্রতিনিধি  নারায়ণগঞ্জ : ছায়ানীড় ট্রাফিক ব্যারেকের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

১ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) সকালে নগরীর মেট্রো হল এলাকার ট্রাফিক অফিসে এ ব্যারাকের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন – জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মোস্তাফিজু রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা জায়েদ পারভেজ চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ট্রাফিক সালেহ উদ্দিন আহমেদ, টিআই সোহরাব হোসেন, টিআই -১ মোল্লা তাসলিম হোসেন, টিআই কামরুল ইসলাম, চাষাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো.ওয়াহিদুজ্জামান, ইন্সপেক্টর সদর থানা(আইসিপি) এসএম কামরুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।