মিরর বাংলাদেশ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেলকে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।
শনিবার ডিআরইউ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতিমুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান আজ শনিবার (৯ জানুয়ারি, ২০২১) এক বিবৃতিতে মাইনুল হাসান সোহেলকে যারা হুমকি দিয়েছেন তাদের দ্রুত সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
ঘটনার বিবরণ দিয়ে মাইনুল হাসান সোহেল জানান, গতকাল শুক্রবার(৮ জানুয়ারি, ২০২১) রাত পৌনে ৮টায় ডিআরইউ থেকে মগবাজাররিক্সাযোগে যাওয়ার পথে মৎস ভবনের কাছে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীতে হঠাৎ করে অজ্ঞাতনামা কিছু লোক তার রিক্সা আটকে দেয় এবং রিক্সা থেকে নামানোর চেষ্টা করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তিনি পাশর্^বর্তী বেসরকারী টিভি চ্যানেল জিটিভি ভবনে প্রবেশ করেন।
এ বিষয়ে তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) দায়ের করেছেন। যার নং-৫২৬, তারিখ: ০৯/০১/২১ইং