মিরর বাংলাদেশ :
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ)তে শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য ‘শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়। আবৃত্তিতে প্রথম স্থান লাভ করে জেরিন ফেরদৌস পঙক্তি। এছাড়াও গানের প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে। জেরিন ফেরদৌস পঙক্তি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্নার একমাত্র সন্তান।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একুশে পদকজয়ী বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ, খ্যাতিমান সঙ্গীতশিল্পী ইয়াসমিন মুশতারী। এসময় আরো উপস্থিতি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ, সাধারন সম্পাদক মহিউদ্দিন সাবেক সভাপতি মুরসালিন নোমানী
মেয়ের জন্য দোয়া চেয়ে সাংবাদিক পান্না জানান, অসাধারণ ধৈর্য্য ও একাগ্রতায় আমার কণ্যা যেনো আরো ভালো করতে পারে সবাই দোয়া করবেন।