ডিআরইউ’র সাবেক সভাপতি সাইফুল ইসলামের মায়ের ইন্তেকাল

279

 

মিরর বাংলাদেশ :  ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলামের মায়ের মৃত্যুতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার এক বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে বগুড়া সদরের মন্ডলধরণ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন সাইফুল ইসলামের মা ছায়তুন নেছা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়ে ছিল ৯১ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্বামী মো: রোস্তম আলী সাকিদার ও এক ছেলে আগেই মারা গেছেন।

বুধবার বাদ আসর বগুড়ার চকহবিবর প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।