ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ পুলিশের অভিযান

810

শাহীন তারেক, মানিকগঞ্জ
সরকারী নির্দেশ অমান্য করে, ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কিছু ছোট গাড়ী এখনও চলাচল করছে। একারণে জেলা পুলিশের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান নামেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। তিনি চলাচলরত গাড়ীর চালকদের সাথে কথা বলেন এবং অপ্রয়োজনে চলাচলরত গাড়ীগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। অভিযানকালে তার সাথে আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান এবং শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা।