ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে এনায়েতনগর ইউপি যুব সমাজের মানববন্ধন

807

জাহাঙ্গীর হোসেনঃ
ঢাকা মুন্সিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে এনায়েতনগর ইউনিয়নের সর্বস্তরের যুবসমাজের উদ্যোগে শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় মুক্ত আলোচনা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানবব্ধনে বক্তব্য রাখেন ইমরান জিসান, ইব্রাহিম খলিল, ফয়সাল, আসাদ, ইমন, লিটন, আখতারুজ্জামান, শাওন, রিংকু, পায়েল, সাগর ও শাহীন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন দেশের অর্থনীতির চালিকা শক্তি গার্মেন্ট সেক্টর বিসিক এ অঞ্চলেই। সড়কটির বেহাল অবস্থার দরুণ যানজটের কারনে সাধারনের কর্মঘন্টা নষ্ট ও উৎপাদন ব্যাহত হচ্ছে।
বক্তারা আরো বলেন সড়কটির দ্রুত সংস্কার না হলে আগামীতে সবাইকে নিয়ে সড়ক সংস্কারের দাবিতে কঠিন আন্দোলনের কর্মসুচী গ্রহণ করবেন।