ঢাকা-৫ আসন নিয়ে ঐতিহ্যবাহি ভুইয়া পরিবারের সন্তান রাকিব ভূঁইয়ার ভাবনা..

626

মিরর বাংলাদেশ :

মুক্তিযুদ্ধসহ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে রাজধানীর মাতুয়াইলের ঐতিহ্যবাহী ভূইয়া পরিবারের। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র বিমোচন, শিক্ষা, সামাজিক, ধর্মীয় কার্ক্রমসহ মানুষের কল্যাণমূলক কাজে ভূঁইয়া পরিবারের রয়েছে অনস্বীকার্য অবদান। এই পরিবারেরই যোগ্য উত্তরসূরী মো. আব্দুল রকিব ভূঁইয়া ওরফে ভূঁইয়া বাবু। তার বড় দাদা মৃত মো. ফাজিল ভূঁইয়া ১৯১৪ সালে মানুষের কল্যাণের স্বার্থে ফাজিল ভূঁইয়া ওয়াকফ এস্টেট প্রতিষ্ঠা করেন। তার বড় বাবা মৃত মো. ওয়াসিন ভূঁইয়া বৃহত্তর মাতুয়াইল গ্রামের জনসাধারণের পানির চাহিদা পূরনের জন্য নিজ জমিতে নিজস্ব অর্থায়নে ঢাকা ৫ আসনের সবচেয়ে বড় দিঘী খনন করেন। তার দাদা মৃত হাজী আ: লতিফ ভূঁইয়া বৃহত্তর তেজগাও সার্কেলের সর্বপ্রথম ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেন। তিনি মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহ, মাতুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদ ও মাতুয়াইল কেন্দ্রীয় কবরস্থানে জমি দান করেন। তার বাবা হাজী আব্দুল বাতেন ভূঁইয়া, ফাজিল ভূঁইয়া ওয়াকফ এস্টেট এর মোতয়াল্লি ছিলেন এবং মাতুয়াইল ভূঁইয়া বাড়ী জামে মসজিদ এর মোতওয়াল্লী। এছাড়াও তিনি মাতুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদ ও মাতুইয়াইল কবরস্থানের নায়েবে মোতওয়াল্লী। মাতুয়াইল পল্লী মঙ্গল সমিতির সহ সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। তিনি তার বাবার নামে হাজী আ: লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি ভূইয়া বাড়ি ওয়াসা পানির পাম্প এর জন্য জমি দান করেন এবং শিক্ষা সামাজিক ধর্মীয় সহ সকল কল্যাণ মূলক কাজের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত রয়েছেন। তার চাচা আলহাজ্ব আবুল বাসার ভূইয়া মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহ এর মোতয়াল্লী ও হাজী আ: লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রতিনিধি। তার আরেক চাচা আলহাজ্ব সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু ৬৫ নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর। অত্র এলাকার সামাজিক উন্নয়নে ভূঁইয়া পরিবারের রয়েছে ১০৬ বছরের ইতিহাস। পূর্বপুরুষদের মতই এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চান এই পরিবারেরই কৃতি সন্তান হাজী আ:লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বাড়ির সভাপতি মো: আব্দুল রাকিব ভূইয়া ওরফে ভূঁইয়া বাবু। এছাড়াও তিনি ফাজিল ভূইয়া ওয়াকফ এস্টেট ও মাতুয়াইল ভুইয়া বাড়ি জামে মসজিদের মোতয়াল্লী। নিজস্ব জমিতে মাতুয়াইল মুসলিম নগর খায়রুল সুফিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং উক্ত মসজিদের মোতয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করছেন। মাতুয়াইল হাজী আ: লতিফ ভূইয়া বিশ্ববিদ্যায় কলেজের ছাত্রাবাস নির্মাণের জন্যেও জমি দান করেছেন, পাশাপাশি গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিনা খরছে ভর্তি ও লেখাপড়া করার সুযোগ এবং বৃত্তি প্রদান করছেন তিনি। যেকোন প্রয়োজনে সাধারণ মানুষের পাশে এসে দাড়ান তিনি। করোনা সংকটের শুরু থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় মানুষদের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে তার রয়েছে নানা পরিকল্পনা…

(তথ্যসুত্র : ফেসবুক থেকে নেয়া)