তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী আবু আখতারের ইন্তেকাল

708

তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী আবু আখতারের ইন্তিকাল

মিরর বাংলাদেশ  : তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এবং ট্রাস্টের আজীবন সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক  কাজী আবু আখতার আজ বুধবার ভোর ৫:৩০ মিনিট ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিঊন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৭ বছর। তিনি ছয় ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

কাজী আবু আখতারের নামাজে জানাযা আজ বাদ যোহর রাজধানীর মিরহাজীরবাগস্থ তা’মীরুল মিল্লাত মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুফতী মাওলানা আবু ইউসুফ খান। জানাযা নামাজ শেষে মরহুমকে তার পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কাজী আবু আখতারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম কাজী আবু আখতারের দেশে ইসলামী শিক্ষা বিস্তার এবং তামিরুল মিল্লাত মাদরাসা ও ইয়াতীমখানা প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

তা’মীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান ড. মোহাম্মাদ কোরবান আলী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন এবং প্রিন্সিপাল ড. মুফতি মাওলানা আবু ইউছুফ খান তার মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।