দিনাজপুরের বিরামপুরে চোলাই মদপান করে ৪ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ্য রয়েছে আরো একজন। বুধবার ভোরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩), মহসীন আলী (৩৮) এবং অমৃত (৩০)। এদের সকলের বাড়ি বিরামপুর পৌর সদরে।
চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, মারা যাওয়া ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় পানীয় পান করে তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, উপজেলার মাহমুদপুরে গভীর রাত পর্যন্ত বসেছিলো চোলাই মদের আসর। সেখানে চোলাই মদ খেয়ে ৫ জন গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তারপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিন জনের মৃত্যু হয়। অন্য একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, মাহমুদপুর আদিবাসী পাড়ার মণ্ডল মুরমু দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে প্রকাশ্যে চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছে। সেখানে দিনরাত বিরামপুরসহ আশেপাশের উপজেলার মাদকসেবীরা এসে প্রকাশ্যে চোলাই মদপান করে। এছাড়াও সেখান থেকে চোলাইমদ বিরামপুরসহ আশে পাশের উপজেলাগুলোতে সরবরাহ করা হয়