দীপিকা-সারা ও শ্রদ্ধাকে ক্লিনচিট দেওয়া হচ্ছে মাদক মামলায়

945

মিরর ডেস্ক:

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে মাদক মামলায় প্রায় ক্লিনচিট দেওয়ার পথে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো! একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে। যদিও এনসিবির তরফে বিষয়টি নিয়ে মুখ খোলা হয়নি। তবে দীপিকা, সারা, শ্রদ্ধাদের মাদক মামলায় ক্লিনচিট দেওয়া হবে বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। সূত্রের খবর, মাল, হ্যাশ, উইড এবং ডুব এই ৪টি কোড দীপিকা এবং তার ম্যানেজার ব্যবহার করতেন সিগারেটের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে। কম দামি সিগারেটের জন্য তারা ব্যবহার করতেন মাল। হ্যাশ এবং উইড-এর কোড ব্যবহার করা হত ভাল মানের সিগারেটের জন্য। নিতান্তই মজা করার জন্য দীপিকা এবং তার ম্যানেজার করিশমা প্রকাশ ওই ধরনের শব্দ ব্যবহার করে নিজেদের মধ্যে হোয়াটস অ্যাপের আদানপ্রদান করতেন বলে তদন্তকারীদের সামনে তারা দাবি করেছেন। অন্যদিকে সারা আলি এবং শ্রদ্ধা কাপুরও কখনও মাদক সেবন করেননি বলে দাবি করেছেন।