না’গঞ্জের পরিবেশ করোনার চেয়ে বেশি ভয়াবহ

705

মিরর বাংলাদেশ: নারায়ণঞ্জের আলোচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশদ্বারে প্রচুর ময়লা-আবর্জনা ফেলা হয়। এটা সিটি করপোরেশনের জায়গা। সিটি করপোরেশন বলবে আমরা ফেলি না। আমি যখন ওই জায়গা দিয়ে যাই তখন গাড়ির গ্লাস বন্ধ করে ফেলি। সেখানে বর্জ্য ফেলার পর আবার আগুন দেওয়া হয়। সেই আগুনের ফলে যে ধোঁয়া হচ্ছে এবং আশপাশে যেভাবে পরিবেশ নষ্ট হচ্ছে তা করোনাভাইরাসের চেয়েও বেশি ভয়াবহ।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের পূর্বে দেওয়া বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘পরিছন্ন গ্রাম পরিছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিছন্নতা কার্যক্রম করেন প্রধানমন্ত্রী।
শামীম ওসমান বলেন, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শিক্ষার্থীরা শুরুতেই ময়লা ও যানজটের কথা বলেন। রোড পারমিট নাই কিন্তু সড়কে গাড়ি চলছে। মানুষ ট্যাক্স দিবে কিন্তু মশার কামড় খাবে, ময়লার মধ্যে থাকবে এটা তো হতে পারে না। নারায়ণগঞ্জ শহরে কোনো শৃঙ্খলা নেই। প্রয়োজনে আমাদের বলেন, আমরা যানজট নিরসনসহ শহরের জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে জনগণের জন্য কাজ করবো। শুধু বলবেন কয় হাজার লোক প্রয়োজন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাংসদ সেলিম ওসমান, সাংসদ নজরুল ইসলাম বাবু ,পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা প্রমুখ।