না’গঞ্জে ৫টি বন্ধ অনলাইন খুলে দেয়ার দাবিতে সাংবাদিক ঐক্য পরিষদের মানববন্ধন

452

মিরর  প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের  ব্লক করে দেয়া জনপ্রিয় ৫টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দেয়ার দাবিতে নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদ মানববন্ধন করেছে। শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সময় নারায়ণগঞ্জ ডটকম এর প্রধান সম্পাদক মাহবুবুর রহমান খোকা, দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক কাজী ইসলাম মিয়া, শরীফ সুমন, এনামুল হক প্রিন্স, মোবাশ্বির শ্রাবন, রিয়েল রাজা, জাহাঙ্গীর ডালিম, দৈনিক অগ্রবানীর যুগ্ম সম্পাদক উত্তম সাহা,জাহাঙ্গীর হোসেন, সোহেল রানা, তুষার আহমেদ, শেখ আরিফ, নিয়াজ মো: মাসুম, সিয়াম হোসেন সৌরভ, হাফসা আক্তার, আফসানা আক্তার মুন,সুজন সাহা,ইশতিয়াক অনিক, জুয়েল আহমেদ, পিংকন, শাহজাহান দোল, নুর আলম আকন্দ, আলামিন, সেলিম আহমেদ, মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ মে নারায়ণগঞ্জের বহুল প্রচারিত ৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেয়া হয়েছে। এ পোর্টালগুলো হচ্ছে যুগের চিন্তা টুয়েন্টিফোর ডটকম, নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটনেট, প্রেস নারায়ণগঞ্জ ডটকম, নারায়ণগঞ্জ টুডে ডটকম ও সময় নারায়ণগঞ্জ ডটকম। এ পোর্টালগুলোকে ঘোষণা দিয়ে বন্ধ করা হয়নি। জেলা প্রশাসন বা বিটিআরসি কর্তৃপক্ষ এ বিষয়ে নিউজ পোর্টাল গুলোর কর্মকর্তাদের কোন কিছু না জানিয়েই পোর্টালগুলোকে ব্লক করে দিয়েছে।