মিরর বাংলাদেশ : নারায়নগঞ্জের প্রবীন সাংবাদিক দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন আর নেই। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাহি রাজিউন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। নারায়ণগঞ্জের সাংবাদিক জগতে তোফাজ্জল হোসেন একজন সাহসী ও সজ্জন ব্যাক্তি ছিলেন।
সাংবাদিকতা করতে গিয়ে তিনি নির্মম নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, সম্প্রতি সাংবাদিক তোফাজ্জল হোসেন ব্রেইন স্ট্রোক করলে তাকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা। সেখানে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।