নারায়ণগঞ্জের ভালো দিক তুলে ধরতে হবে – এসপি

211

মিরর বাংলাদেশ :
নারায়ণগঞ্জের ভালো দিকগুলো তুলে ধারার আহবান জানিয়ে পুলিশ সুপার মো: জায়েদুল আলম বলেছেন, এই নারায়ণগঞ্জ নিয়ে আমরা গর্ব করি। ইতিহাস,ঐতিহ্যে সমৃদ্ধ এ জেলার মন্দ দিকগুলোর চেয়ে ভালো দিক বেশী। আমরা যে যার অবস্থান থেকে এ জেলার ভালো দিকগুলো তুলে ধরা প্রয়োজন।
মঙ্গলবার বিকেলে ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজডে এবং নব গঠিত কমিউনিটি পুলিশিং ফোরামের কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনীতিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশের একার পক্ষে কোন সমস্যাই সমাধান করা সম্ভব না।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান ও ওসি তদন্ত তারিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসান, ফতুল্লা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনিসুজ্জামান অনু প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মীর সোহেল আলী, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম রাজিব, দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান সেলিম, কোষাধ্যক্ষ আলামিন প্রধান, প্রচার সম্পাদক ফরিদ আহমেদ বাধন, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, সদস্য আনোয়ার হোসেন, মাওলানা আঃ শুক্কুর মোল্লা, মাওলানা মোঃ ইকবাল হোসেন, নূর ইসলাম নূরু, নিয়াজ মোহাম্মদ মাসুম, আবু শরীফুল হক, রাসেদুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, মাহমুদা বেগম পুতুল, অনামিকা হক।