মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :
করোনা কালে এ পর্যন্ত ৮১ লাশ দাফন ও সৎকার করে দেশ ও দেশের বাইরে আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নংওয়ার্ড কাউন্সিলর করোনা যোদ্ধা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনা মুক্ত হয়েছেন। আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতাল থেকে তাদের করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
করোনা মুক্তির রিপোর্ট আসার পর মাকছুদুল আলম খন্দকার জানান,
আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ রহমতে করোনা টেস্ট নেগেটিভ হয়েছে।আবারো আপনাদের পাশে থাকার সুযোগ দেয়ায় রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া। যারা আমার ও লুনার সুস্থতার জন্য দোয়া করেছেন,সহানুভূতি জানিয়েছেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমি আপনাদের কাছে চির ঋণী।