নারায়ণগঞ্জে মাজেদা বেগমের ইন্তেকাল

994

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ   :

কিডনী জনিত সমস্যা নিয়ে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডের মরহুম আব্দুল কুদ্দুছ মিয়ার স্ত্রী মাজেদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

সোমবার(২২ জুন) বেলা ৩টায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই পুত্র মোঃ যোবায়েত হাসান প্রদীপ, মাহাবুব হাসান রিপন ও ৩ কন্যা সহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

একই দিনে বাদ এশার তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার পরিবার মরহুমার আত্মার শান্তির জন্য সকলের দোয়া কামনা করেছেন

এদিকে মাজেদাা বেগমের ইন্তেকালে গভীরশোক ও সমবেদনা প্রকাশ করেছে মিরর বাংলাদেশ পরিবারের।