নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২১জনকে কারাদন্ড

274

 

* গ্রেফতার ২২, বিপুল পরিমাণ মাদক উদ্ধার
মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ২২ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় ২১জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সুত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের নির্দেশে নারায়ণগঞ্জ জেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে ২২ জনকে গ্রেফতার করে ২১ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড সাথে অর্থদণ্ড ও ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । আলামত হিসেবে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৪২০ পিচ এ্যাম্ফিটামিন (ইয়াবা) বিপুল পরিমান গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‍্যাব ১১, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা আনসার ও ভিডিপি ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।##