নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী দিলেন মডেল গ্রুপ

1177

 

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ জেলার ১৭৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের জন্য মডেল গ্রুপের উপহার সামগ্রী গ্রহণ করেছেনন জেলা  মুক্তিযোদ্ধা সংসদ। এ সময় মডেল গ্রুপের মালিক মাসুদুজ্জামান মাসুদ কে বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান হিসেবে সম্মান জানায়।

১৫ মে শুক্রবার দুপু্র ৪টায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ১৭৫০ জনের উপহার তুলে দেয়া হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা ও সদর উপজেলা কমান্ডার শাহজাহান ভুইয়া জুলহাস নিকট উপহার সামগ্রী তুলে দেন মডেল গ্রুপের ডিজিএম (এডমিন, এইচ আর, কমপ্লেন্স) অরুপ কুমার সাহা, জিএম (উন্নয়ন) মনিরুজ্জামান সরকার ও তরিকুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন, চাষাড়া ইউনিটের কমান্ডার নুর আলম মিয়া, এনায়েতনগর ইউপি কমান্ডার রমিজ উদ্দিন, গোগনগর ইউনিয়ন কমান্ডার মনির হোসেন, পাইকপাড়া ইউপি কমান্ডার আফজাল ও ফতুল্লা ইউপি আলি নুর জসিম জামাল হোসেন।

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল হুদা বলেন, মডেল গ্রুপ থেকে জেলার মুক্তিযোদ্ধাদের জন্য এই উপহার সামগ্রী সত্যি প্রশংসনীয়। মডেল গ্রুপে মালিক একজন মুক্তিযোদ্ধা সন্তান। তার ভিতরে মুক্তিযোদ্ধার রক্ত রয়েছে। তিনিই বুঝতে পেরেছেন, এই মহামারী ও আসন্ন ঈদে তার বাবা মত আরো মুক্তিযোদ্ধাদের পাশে দাড়াতে হবে। আসলেই মডেল মালিক মাসুদুজ্জামান মুক্তিযোদ্ধা গর্বিত সন্তান। ৫ উপজেলার মধ্যে ৪ উপজেলার কমান্ডারদের কাছে উপহার সামগ্রী পাঠানো হচ্ছে, সেখান বিতরণ করা হবে। শনিবার জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে সদর উপজেলার ৭৬০ জন বীর মুক্তিযোদ্ধাদের দেয়া হবে।

এদিকে মডেল গ্রুপের ডিজিএম (এডমিন, এইচ আর, কমপ্লেন্স) অরুপ কুমার সাহা বলেন, মডেল গ্রুপের মালিক মাসুদুজ্জামান সব সময় দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা রয়েছেন। তিনিই মুক্তিযোদ্ধাদের পাশে দাড়াতে পেরে খুবই খুশি হয়েছেন। জেলারর পাচঁ উপজেলার (সোনারগাঁ ৩৫০, রূপগঞ্জ ২৫০, আড়াইহাজার ২৫০, বন্দর ১৬০, সদর ৭৪০) ১৭৫০ জন্য বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার সামগ্রী দেয়া হয়েছে।

উপহার সামগ্রীতে রয়েছে মিনিকেট চাল ৫ কেজি, পোলাওর চাল ২ কেজি, মুসুরির ডাল ১ কেজি, ছোলা বুট ১ কেজি, তেল (সয়াবিন) ১ লিটার, সেমাই ৪০০ গ্রাম, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি ও সাবান ১ পিছ।