মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে সাংবাদিক রোমান চৌধুরী সুমনের ব্যবহ্নত মোটর সাইকেল ভাংচুর করেছে দূর্বত্তরা। বুধবার দুপুরে ফতুল্লার বিসিক এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় একটি সিটি টিভির ফুটেজ সংগ্রহ করে ওই দুই দূর্বত্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এসংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পদে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোমান চৌধুরী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, দুজনের মধ্যে একজন কালো টি শার্ট ও একজন সাদা শার্ট পরোহিত উঠতি বয়সের কিশোর। তারা দুজনেই ফতুল্লার বিসিক ১ নং গলির সামেন পার্কি করা মোটর সাইকেলটির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা একটি ইট দিয়ে মোটর সাইকেলের সামনে থাকা হেডলাইট ও মিটার গøাস আঘাত করে ভেঙ্গে ফেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে।
সাংবাদিক রোমান চৌধুরী সুমন জানান, সাথে সাথে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছি। সাম্প্রতিককালে ফতুল্লার বক্তাবলী আকবর নগর এলাকায় দূর্র্ধষ সন্ত্রাসী ২২ মামলার আসামি ওসমান গণি মনি ইসলামে নামে এক নারী সাংবাদিককে পেটে লাথি মেরে মারধর করে। ওই ঘটনায় নারী সাংবাদিক মামলা করলে সেই মামলায় আসামি ওসমান গণি জেলে রয়েছে। সেই ঘটনায় সংবাদ প্রকাশ করেছিলাম। সেই কারণে কারো ক্ষোভ থাকতে পারে। বিষয়টি আমি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকে জানিয়েছি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে