মিরর বাংলাদেশ : ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, নারায়ণগঞ্জ ৬ টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা আদায়।
রবিবার সকাল ১১.৩০ মিনিটে, নারায়ণগঞ্জ এ,, চিটাগাং রোড আহসানউল্লাহ মার্কেট এ, ভূইঘড় বাজার,জালকুড়ি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্ব বাজার অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত অভিযানে ছিলেন এন.এস.আই এর ফিল্ড অফিসার, জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও পুলিশ কর্মকর্তা।
তিনটি বাজার এ অভিযানে ৬ টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক মূল্য রাখার কারণে।
৬ টি প্রতিষ্ঠানকেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় জরিমানা করা হয়েছে,
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক জালকুড়ি বাজারে মল্লিক এন্টার প্রাইজ কে, ১০০০টাকা,
মহিউদ্দিন স্টোর কে,৫০০০ টাকা,
মূল্য তালিকা প্রদর্শন না করাতে জরিমানা করা হয়েছে।
ভূইঘড় বাজারে একই কারণে নুরজাহান স্টোর, কে ৫০০০ টাকা ও নাসিবাহ স্টোর , কে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে,
চিটাগাং রোড আহসানুল্লাহ মার্কেট এ মিতু রাইস এজেন্সি কে, ২০০০০ টাকা ও মেসাস বিল্লাল ট্রেডার্স কে, ২০০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে,
এ সময় অফিসার সেমিমুজ্জামান বলেন রমজান মাসে আমাদের এই অভিযান চালানো হবে,কারণ এখন সচেতন না হলে সবারকে ভোগান্তি পোহাতে হতে পারে,
তাই আমরা চাই জনগণ কে সচেতন করতে যে আপনাদের আশেপাশে যারাই পণ্যের দাম বেশী রাখবে প্রমাণ সহ অভিযোগ করেন আমরা আপনাদের পাশে আছি।