মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ মহানগর তাঁতিদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এন আর বি মামুন উদ্যোগে আজ শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড দক্ষিণ এনায়েত নগর এলাকায় শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯-তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় সংগ্রামী আহবায়ক আবুল কালাম আজাদ, প্রধান আলোচক হিসেবে ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এ্যাডঃ সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান, মহানগর তাঁতীদলের আহবায়ক মীর আলমগীর, ও সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক অপু রহমান, হযরত ও হানিফ খান, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আহবায়ক তাজুল ইসলাম, মহানগর বিএনপির সহসভাপতি মনির হোসেন খান, কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের সদস্য নূর আহমেদ ভূইয়া সোহেল ও শাহআলম তপু, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ডাঃ মূসা, নাঃগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সহসভাপতি শামছুল আলম ভূইয়া, ও ফতুল্লা থানা ছাত্রদলের নেতৃবৃন্দ।