আরো একজন সনাক্ত, নালিতাবাড়ী করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

1439

মিরর বাংলাদেশ : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে এক ব্যক্তি জ্বর এবং শ্বাসকষ্টে রোববার রাতে মারা গেছেন। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন।

সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, ‘করোনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে যোগাযোগ করা হচ্ছে। সোমবার রক্তের নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন-জানাযা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানও।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ওই ব্যক্তি ভালুকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তিন দিন আগে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে গ্রামের বাড়িতে আসে

 এদিকে টানা দু’দিন করোনাভাইরাস আক্রান্ত রোগী না পাওয়ার পর সোমবার দেশে নতুন করে আরো একজন করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন।

ফলে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৪৯ জনে দাঁড়িয়েছে এবং নতুন করে আরো চারজন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে ফিরেছেন ১৯ জন