মিরর বাংলাদেশ :
স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান বলেছেন, ২০২১ সাল থেকে ১৩৮টি শাখার মাধ্যমে ইসলামী কার্যক্রম পরিচালনা করে আসছে স্ট্যান্ডার্ড ব্যাংক। আমাদের রয়েছে একঝাঁক সুদক্ষ, মেধাবী কর্মীবাহিনী যারা অত্যন্ত বিশ্বস্ততার সাথে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বদা নিয়োজিত। আপনারা হিন্দু, মুসলিম ভেদাভেদ ভূলে সমান ভাবে সকল সুবিধা উপভোগ করবেন।
রোববার স্ট্যান্ডার্ড ব্যাংক নারায়ণগঞ্জ চাষাড়া শাখার ব্যাংকিং কার্যক্রম নতুন ঠিকানায়-২০৮/৫,রাজু প্যালেস,ভাষা সৈনিক সড়ক,চাষাড়া,বালুরমাঠে চাষাড়া শাখা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.র নতুন ভবনের সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শাখা ব্যাস্থাপক মাসুদ মিয়া(এভিপির) সভাপতিত্বে ও সিনিয়র অফিসার আমিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুজ্জামান ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের মালিক ও নেতৃবৃন্দ।
ব্যাবসায়ীদের উদ্দেশ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি বলেন, আমাদের অভিভাবক আপনারা। আমাদের ইসলামী কার্যক্রম এর রয়েছে গ্রাহকদের সুবিধামত বিভিন্ন প্রোগ্রাম। সকলের প্রতি কৃতঙ্গতা শেষে চাষাড়া শাখার নতুন ভবনের ফিতাকেটে শুভউদ্বোধন ঘোষনা করেন।
আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ি কাশেম জামাল বলেন স্ট্যান্ডার্ড ব্যাংক আমাদের ব্যাংক আমরা ব্যাবসায়ীরা এই ব্যাংকের সাথে আছি থাকবো।
নারায়ণগঞ্জ শাখার ব্যাবস্থাপক সাইদুজ্জামান বলেন, গ্রাহকদের সেবা গ্রহনে অসুবিধার কথা চিন্তা করেই এই নতুন ভবনে আসা,
উপ-ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় আল্লাহর সন্তুুষ্টি অর্জন ও ব্যাবসায়ীদের সফলতার সার্বিক সহযোগীতা করাই আমাদের ব্যাকিং, ইসলামী ব্যাকিং এর সুবিধা শুধুই যে মুসলিমদের জন্য তা নয়, স্ট্যান্ডার্ড ব্যাংকের ইসলামী এই কার্যক্রমের মতিঝিল শাখার প্রথম গ্রাহক ছিলেন একজন হিন্দু