পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শণ করবে ডিআরইউ

279
মিরর বাংলাদেশ : শনিবার স্বপ্নের ‘পদ্মা সেতুর’ উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ভবনে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও নানা রঙের বেলুনে সাজানো হয়েছে ডিআরইউ বাগান।
শনিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি ডিআরইউ বাগানে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শণ করা হবে।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব সংগঠনের সদস্যদের বর্ণিল এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পদ্মা সেতুর এই স্বপ্নের যাত্রার শুরু থেকে উদ্বোধন প্রতিটি মুহুর্তের, ঘটনাপ্রবাহের খবরাখবর সংগঠনের সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে তুলে ধরে আসছেন। তাই ঐতিহাসিক এই মুহুর্তকে স্মরণীয় করে রাখতে ডিআরইউ’র এ আয়োজন।