পবিত্র কোরআনে হাফেজ’র গর্বিত পিতা সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন চৌধুরী

1353

মিরর বাংলাদেশ: পবিত্র কোরআনে হাফেজ’র গর্বিত পিতা হয়েছেন সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন চৌধুরী। তার বড়পুত্র হাবিবুল্লাহ কিবরিয়া রাফি ১৩ বছর বয়সে পবিত্র কোরাআনে হাফেজ হয়েছেন। আগামী ৩১মে হাবিবুল্লাহ কিবরিয়া রাফি ১৪ বছরে পা দিচ্ছে। রাফি দারুল উলুম নোয়াখালী ও ঢাকা শাখায় পড়াশুনা করেছে।
সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন চৌধুরী মিডিয়ায় জনপ্রিয় ও পরিচিতমুখ।তিনি রেডিও ধবনি ৯১.২ এফ এম’র নিউজ এডিটর। এর আগে তিনি বাংলা টিভির জয়েন্ট নিউজ এডিটর,ইন্ডিপেডেন্ট টিভির সিনিয়র ব্রডকাষ্ট জার্ণলিস্ট হিসেব দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন মিডিয়ায় গুরুত্বপূর্ণ
পদে দায়িত্ব পালন করেছেন।

ছেলে কোরআনে হাফেজ হওয়ার পর ফেসবুকে তিনি লিখেছেন
আলহামদুলিল্লাহ।
ছেলে আমার কোরআনে হাফেজ। অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতে কল্যাণ দিন। ধর্ম মেনো,ধর্মান্ধ হয়ো না। দেশকে ভালোবেসো। বাবার লাশ কাছে পেলে সম্ভব হলে জানাজাটা নিজে পড়ে দিও। পারলে আব্বুর অক্ষমতা গুলো ক্ষমা করো। তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা। আল্লাহ তোমার সহায় হোন। আমিন। রাফির জন্য সবার দোয়া চাই।’

 

এদিকে শাহাবুদ্দিন চৌধুরীর ফেসবুক স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরেকজন সিনিয়র সাংবাদিক ওবায়দুর রহমান শাহীন লিখেছেন
‘ মাশাআল্লাহ । মনে হচ্ছে দু’জন জান্নাতি মানুষের চেহারা।আল্লাহ তুই এই দু’বাপবেটাকে কবুল করে নাও।জান্নাতি বানিয়ে নাও।

আব্দুর রহমান আল গানী লিখেছেন
আল্লাহু আকবার
শাহবুদ্দীন ভাই আপনিতো আখেরাতের জন্য চমৎকার সম্পদ গড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ওকে হেফাজত করুন। দুনিয়া ও আখেরাতে উত্তম জাযা দান করুন। আমাদের জন্যও দোয়া করবেন ভাই।

জাহাঙ্গীর আলম শিকদার লিখেছেন
‘আলহামদুলিল্লাহ
আল্লাহ কবুল করে নিন আল্লাহর নেক হায়াত দান করুন দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন আমিন।’

সাংবাদিক জাহিদ ইসলাম লিখেছেন
‘দ্যাটস এ গ্রেট সাকসেস ব্রদার। রাফি ইজ অবভিআসলি আওয়ার প্রাইড। নিরন্তর শুভ কামনা গর্বিত পিতা আর সফলতার পথের অভিযাত্রী রাফির জন্য। নিশ্চয়
কোন মুসলমান ধর্মান্ধ হতে পারে না।’

সাংবাদিক মাহামুদ হাসান লিখেছেন,
‘মাশাআল্লাহ। দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন রাফি, তার পরিবারের সদস্য ও পিতাকে নেক হায়াত দান করেন। আমিন।।

এছাড়া ২শতাধিক শুভাকাঙ্খি রাফিকে অভিনন্দন জানিয়েছেন।