পাইকপাড়া  ভাষা সৈনিক নাগিনা জোহা স্মরণে দোয়া ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা

366

মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ :

পাইকপাড়া স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে ভাষাসৈনিক নাগিনা জোহার স্মরণে দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও বিশেষ ব্যক্তিদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  বিকেলে পাইকপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ প্রবাসী লীগের সভাপতি ও নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর সভাপতিত্বে হাবিবুর রহমান হাবিব ও সবুজ রায়ের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট খোকন সাহা সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। উদ্বোধক ছিলেন রিয়াদ হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রবাসী লীগ নারায়ণগঞ্জ জেলা। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি। বাংলাদেশ প্রবাসী লীগ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাসুদ রানা, হাজী কাশেম প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,প্রণব মুখার্জি তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ভাষাসৈনিক নাগিনা জোহার পরিবারের প্রশংসা করে বিশাল চিঠি লিখেছিল। সেই চিঠিটা আমি আর দিপু দেখেছিলাম।সেই চিঠি আমার বন্ধুর মাধ্যমে আমি আমার চাচি কে ঢাকায় পৌঁছে দিয়েছিলাম। আমি জানিনা সেই চিঠিটা শামীম ওসমান পরিবার সংরক্ষণ করে রেখেছে কিনা? নাসিক ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, এই মাস হচ্ছে স্বাধীনতার মাস। সর্বপ্রথমেই বাঙালি জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারসহ শ্রেষ্ঠ সন্তানরা ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা-বোনের ইজ্জতের আত্মহুতি দিয়ে যারা এ দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি।আজ আমরা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে লাল সবুজের পতাকার নিচে দাঁড়াতে পেরে ধন্যবাদ জানায় সৃষ্টিকর্তাকে। তাদের এই আত্মত্যাগ ও আত্মহুতির ঋণ বাঙালি জাতি কখনো পরিশোধ করতে পারবে না। ২৫ শে মার্চের কালরাত্রি পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে গুলি করে বাঙালিকে গণহত্যা করেছিল । পরদিন২৬শে মার্চ শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার আগেই স্বাধীনতার ডাক দেন তাই ২৬ শে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী লীগ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি সামসুল হক, সিনিয়র সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মাসুদ হোসেন, মহিলা সম্পাদিকা রাজিয়া আক্তার, আইন বিষয়ক সম্পাদিকা এডভোকেট তানিয়া আক্তার সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ। শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বিশেষ ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন।