বিবিসি : পাকিস্তানের করাচিতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা শতাধিক আরোহী নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি লাহোর থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। এতে ৯৯ জন যাত্রী ও আটজন ক্রু ছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ধোয়া উড়তে দেখা যায়।