পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

438

বিশেষ প্রতিনিধি

পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) এ কে এম লুৎফর রহমান আজাদ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ জুয়েল, পাকুন্দিয়া থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) শ্যামল মিয়া, মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্না, সাধারণ সম্পাদক খালেদা আক্তার কল্পনা, সহ সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার, পাকুন্দিয়া বাজার বনিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিশ প্রমুখ।
এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নাহিদ হাসান বলেন, বুদ্ধিজীবীদের হত্যা মানে দেশকে মেধা শূন্য করতে চেয়েছে স্বাধীনতা বিরোধীরা। বাংলাদেশকে পঙ্গু করতেই তাদেরকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, প্রত্যেকটি বুদ্ধিজীবী ছিলেন দেশের অমূল্য সম্পদ। যারা ঠান্ডা মাথায় খুন করেছে তাদের বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। আশা করছি কোন এক দিন বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার করা হবে।
পাকুন্দিয়া থানার অফিসার্স ইনচার্জ ( তদন্ত) শ্যামল মিয়া বলেন, রাজাকার আলবদররা দেশের গুণি মানুষদের হত্যা করেছে। বুদ্ধিজীবীদের হত্যা করা ছিলো একটি নীল নঁকশা। দেশকে মেধা শূন্য করতে তাদের হত্যা করা হয়।
#