পাটকলগুলোতে দুর্নীতির কারণে রুগ্ন : মুক্তি কাউন্সিল

431

মিরর বাংলাদেশ :
রাষ্ট্রায়াত্ত¡ ২৫টি পাটকল পুনরায় চালুর দানিয়ে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতারা বলেছেন, পাটকলগুলোতে দুর্নীতির কারণে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। এজন্য শ্রমিকরা দায়ি নয়।

অবিলম্বে ২৫টি পাটকল পুনরায় চালু করার দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিল আজ জাতীয় প্রেসক্লাব সামনে এক বিক্ষোভ সমাবশে নেতারা এঅভিযোগ করেন।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) কেন্দ্রীয় নেতা দেলওয়ার হোসেন ও পাহাড়ি ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।

ফয়জুল হাকিম বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার ১৯৭২ সাল থেকে রাষ্ট্রায়াত্ত¡ খাতে দুর্নীতি ও লুন্ঠনের মধ্য দিয়ে এদেশের শাসকশ্রেণী পুঁজি গঠন করে।

জাতীয়করণকৃত পাটকলগুলোতে এই দুর্নীতির কারণে রুগ্ণশিল্পে পরিণত হয়। ৮০ দশকে বিশ্বব্যাংক-আইএমএফ এর প্রেসক্রিপশনে বিরাষ্ট্রীয়করণ শুরু হয়। দ্বিতীয় দফা লুন্ঠন চলে। দুর্নীতি ও লুন্ঠনের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে সরকার পাটকল বন্ধের জন্য শ্রমিকদের দায়ী করে।

দেলওয়ার হোসেন পুনরায় ২৫টি পাটকল চালু করার দাবি জানিয়ে বলেন, শ্রমিকরা সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত মানে না।

সুনয়ন চাকমা শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবি জানিয়ে বলেন, শ্রমিক আন্দোলনকে শ্রমিক শ্রেণীর নিজস্ব আন্দোলনে পরিণত করতে হবে।