পুষ্টির ঘাটতি পূরণে ৬ শতাধিক ব্যক্তিকে ১৮ হাজার মুরগীর ডিম দিলেন এক জনপ্রতিনিধি

686

শাহীন তারেক.মানিকগঞ্জ

পুষ্টির ঘাটতি পূরণে মানিকগঞ্জ সদর উপজেলার ৬ শতাধিক ব্যক্তির মাঝে মুরগীর ডিম বিতরণ করেছেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা।সেই ধারাবাহিকতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের জন্য ১৫০০ ডিম প্রদান করেন। রোববার সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব কর্তৃপক্ষের হাতে এসব ডিম হস্তান্তর করেন তিনি। মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা বলেন, সংবাদ কর্মীরা সবকাজে সবার আগে থাকেন। তারা করোনা সংকটকালেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। কিন্তু এই সংবাদ কর্মীরা কিভাবে চলছে সেই খবর নেয়না কেউ। সেই ভাবনা থেকেই তিনি নিজ খরচে সংবাদ কর্মীদের জন্য ১৫০০ ডিম দিলেন। এর আগে তিনি কর্মহীন মানুষের কথা ভেবে ৬ শতাধিক ব্যক্তিকে বাড়িতে বাড়িতে গিয়ে ১৮ হাজার ডিম প্রদান করেন।