প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক মানিকগঞ্জে কর্মহীনদের মাঝে প্রশাসনের নগদ অর্থ প্রদান

974

শাহীন তারেক,মানিকগঞ্জ

দেশব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে দুপুরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস,এম ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন করোনা ভাইরাস প্রতিরোধ ও চলমান ত্রান কার্যক্রম সমন্বয়ের প্রধান সমন্বয়ক পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার, সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউ্দদীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল, চেম্বার অব কমার্সের পরিচালক আফসার উদ্দিন সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের জেলা ডিস্ট্রিবিউটর ফাহিম রহমান খান রনি, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জন নেতৃবৃন্দ, মোবাইল ব্যাংকিং সেবা সংস্থার প্রতিনিধি এবং আর্থিক সহায়তা এর উপকারভোগী ৫ জন উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধন এর পর উপকারভোগীদের মাঝে তাৎক্ষণিক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেককে ২৫০০/-(দুই হাজার পাচশত) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে মানিকগঞ্জ জেলার সকল ইউনিয়নে মোট ১০০জনসহ বাংলাদেশের ৬৪টি জেলার মোট ৬৪০০জন এ আর্থিক সহায়তা পেয়েছেন।পর্যায়ক্রমে পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই মানিকগঞ্জ জেলায় ৫৫,০০০ জন সহ সারা বাংলাদেশে মোট ৫০ লক্ষ পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তা সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাবেন।