প্রাণের বইমেলা হোক পাঠক সমৃদ্ধঃকথাসাহিত্যিক নাঈমুল রাজ্জাক

271

মিরর বাংলাদেশ : সম্প্রতি বইমেলা ও বই প্রকাশ সম্পর্কে কথা বলেছেন মিরর বাংলাদেশ এর সঙ্গে ।

: আগামী বইমেলায় আপনার কয়টি বই পাঠক মহল পাচ্ছে?
নাঈমুল রাজ্জাকঃ একটি। নাম ‘অবেলার নোনাজলে’। বইটি রুশদা প্রকাশে পাওয়া যাবে।: আগামী বইমেলা কেমন দেখতে চান?

অমর একুশে গ্রন্থমেলা, ঐতিহ্যবাহী ও জ্ঞানসমুদ্র আপন স্রোতে অভিনব চিত্রকল্পে প্রবাহমান মেধা ও মননের মেলা।মানসিক বিকাশে জ্ঞানার্জনে পুস্তকের অবদান অনস্বীকার্য। এই পুস্তক পারে নির্মল, সবচেয়ে মানবিক ও সৃজনশীল হয়ে গড়ে তুলতে। এই মানসিক বিকাশ শুধু সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে তোলে না, বরং ইতিবাচক মানুষ হিসেবেও গড়ে তোলে। প্রাণের বইমেলা পাঠকসমৃদ্ধ দেখতে চাই।

: বইয়ের প্রচারণা কতটুকু যুক্তিসঙ্গত?
নাঈমুল রাজ্জাকঃ সুচিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটে প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে এক্ষেত্রে সঠিক সক্ষমতাও গড়ে উঠে।পুস্তক জ্ঞানের পরিধি যেমন বাড়িয়ে থাকে তেমনি মানসিক বিকাশ ঘটায়। মানবিক মানুষ মাত্রই প্রাণের সহিত জ্ঞানের বন্ধন সৃষ্টি করে থাকে। এক্ষেত্রে বইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। পাঠকের কাছে জ্ঞানের পৌঁছানোর লক্ষ্য থাকে, তবে প্রচারণার প্রয়োজন রয়েছে।

: বইমেলার নতুন পাঠকের জন্য আপনার কী পরামর্শ রয়েছে?
নাঈমুল রাজ্জাকঃ মানবিক মানুষ মাত্রই প্রাণের সহিত জ্ঞানের বন্ধন সৃষ্টি করে থাকে। এক্ষেত্রে প্রচুর পড়ার অভ্যাস করতে হবে। পুস্তক জ্ঞানের পরিধি যেমন বাড়িয়ে থাকে তেমনি মানসিক বিকাশও ঘটায়।