ফতুল্লায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা ২০২৪ অনুষ্ঠিত 

52
ফতুল্লা প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে ও কুতুবপুর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর রোজ বুধবার ফতুল্লার পাগলা বাজার কাজি মার্কেট সংলগ্ন উক্ত ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এতে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি আলহাজ্ব মাহবুব আলমের উদ্বোধনে এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাতব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে ইসলামী সংগীত ও কাওলি পরিবেশন করেন দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত শিল্পী মুফতি আনিস আনসারী, হুমায়ুন কবির সাবিব,আবু সুফিয়ান, আব্দুর রহিম বিপ্লবী, গোফরান ফরিদী, আবু বক্কর সিদ্দিক আহাদ সহ কলরব দাবানল,স্বপ্ন সিঁড়ি সহ জাতীয় শিল্পী গোষ্ঠীর শিল্পী বৃন্দরা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাগলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন জিহাদি। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান। অনুষ্ঠানে আয়োজনে ছিলেন মাওলানা রফিকুল ইসলাম রাজু ও শফিকুল ইসলাম সাআদ সহ আরো অনেকেই।