ফতুল্লার দেলপাড়া একই পরিবারের ১৮ জন করোনায় আক্রান্ত

778

মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের  মেডিকেল অফিসার পরিবারের ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরিবারটি সদর উপজেলার ফতুল্লা কুতুবপুরের দেলপাড়া এলাকায় বসবাস করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। তবে, তার দাবি সংখ্যাটা আঠার নয় সতের।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের পরিবারের ১৮ জন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সোমববার এ বিষয়টি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়।
সূত্র আরও জানিয়েছে, প্রথমে ডা. শিল্পী আক্তারের ভাই আনিসের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর সন্দেহ হলে পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠালে সোমবার প্রাপ্ত রিপোর্টে তাদের পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে এ ব্যাপারে জানতে চাইলে ডা. শিল্পী আক্তারের মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার পক্ষ থেকে কোনো ধরণে বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।