ফতুল্লায় অনাহারী পরিবারে ত্রাণ দিলেন চা দোকানী শহিদুল

692

 

জাহাঙ্গীর হোসেনঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মধ্য সস্তাপুরের অনাহারী প্রায় ২০টি পরিবারে মাঝে গোপনে ত্রাণ বিতরণ করলেন চা দোকানী শহীদুল ইসলাম।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে নিজ হাতে ত্রাণ বিতরণ করেন শহীদুল ইসলাম।
শহীদুলের এই মহৎ কাজের ব্যাপারে তার সাথে আলাপকালে সে জানায়, আমি অত্যান্ত গরীব, চা দোকানটাই আমার আয়ের উৎস। লক ডাউনের কারণে আমার উপার্জন প্রায় বন্ধ, আমি অভাবের মধ্যেই বড় হয়েছি। অভাব ও অনাহার কাকে বলে আমি জানি। স্ত্রী ও ৯ বছরের শারীরিক প্রতিবন্ধি একমাত্র ছেলে রেজাউলকে নিয়ে আমার একটা ছোট্ট সংসার রয়েছে। এভাবে চলতে থাকলে আগামী ১৫দিন আমার চুলা জ্বলবে কিনা সন্দেহ। তবুও আশ-পাশের অনাহারী মানুষের জন্য বিবেকের তাড়নায় আমি এ উদ্যোগ গ্রহণ করি। আমাকে আল্লাহ্ দেখবেন।
জানা যায়, শহীদুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইনগাছ দক্ষিণ পাড়া গ্রামের জয়নাল মিয়ার পুত্র। বর্তমানে সে ফতুল্লার মধ্য সস্তাপুরস্থ শাজাহান মিয়ার ভাড়াটিয়া।