ফতুল্লায় ৩ লাখ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার

394

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :
শহরের আলোচিত মাদক স্পট জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন চানমারী থেকে তিন লক্ষাধিক টাকা মূল্য মানের ২৮ গ্রাম(২৮০ পুরিয়া) হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার চাঁনমারী বস্তির মোঃ শিপুর পুত্র হৃদয় আহম্মেদ (২২), ও একই থানার ইসদাইর বুড়ির দোকানের মোঃ হোসেনের পুত্র
মোঃ শাকিল (২১)।

শুক্রবার (১৬ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন চানমারী বস্তুি এলাকা থেকে গ্রেফতার কর হয়।

থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন আলোচিত মাদক স্পট চাঁনমারী বস্তির আমির হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে হৃদয় ও শাকিল কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যমানের ২৮ গ্রাম (২৮০পুরিয়া) হেরোইন উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।তারা দীর্ঘদিন ধরে মাদক আসছিলো।শুক্রবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে তিনি জানান।