ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতির স্ত্রী  এ্যাডভোকেট সুরাইয়া মতিনের ইন্তেকাল 

276
মিরর বাংলাদেশ :
ফতুল্লা প্রেসক্লাবের  সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন( ডিইউজে)   সদস্য  এম. সামাদ মতিনের স্ত্রী  সাংবাদিক ও  আইনজীবী  সুরাইয়া মতিন(৫৪) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাহি রাজিউন।
 বুধবার  ভোরে ফতুল্লার নিজ বাস ভবনে তিনি মারা যান। সুরাইয়া মতিন দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।
বুধবার বাদ জোহর ফতুল্লা জামে মসজিদ  জানাজা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ী কবরস্থানে তাকে  দাফন করা হয়।
সুরাইয়া মতিন  দৈনিক খবর, চিত্র বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে সততা ও সাহসিকতার সহিত  সাংবাদিকতা করেছেন। এ ছাড়াও তিনি ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং  নারায়ণগঞ্জ আদালতের সুনামধন্য আইনজীবী ছিলেন। মৃত্যুকালে স্বামী, তিন কণ্য সহ অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী  রেখে গেছেন ।
সুরাইয়া মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।