ফরিদপুর আওয়ামীলীগ সভাপতির বাড়িতে হামলা, ভাইসহ শহর আ’লীগ সভাপতি গ্রেফতার

372

 

মিরর প্রতিনিধি, ফরিদপুর :

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় শহর আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী চৌধুরী বরকত ইবনে সালাম ওরফে বরকত এবং তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, গত মে মাসের মাঝামাঝি সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়। পরে সে অভিযোগটি তদন্ত করে মামলা হিসেবে গ্রহণ করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় চৌধুরী বরকত ইবনে সালাম এবং তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।