মিরর বাংলাদেশ : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ১৭টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১২ শ’ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
আজ শুক্রবার বিকেলে নগরকান্দার কোনাগ্রামে ব্যক্তিগত তহবিলে কেনা এসব খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন। প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল ও দুই কেজি আলু দেয়া হয়।
নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান অনু, আতিয়ার কবির, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন, ছাত্রদলের সভাপতি সাইফুল আলম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
শহীদুল ইসলাম বাবুল বলেন, পর্যায়ক্রমে নগরকান্দা ও পার্শ্ববর্তী সালথা উপজেলার ৫ হাজার হতদরিদ্র পরিবারের বাড়িতে আমরা খাদ্য সামগ্রী পৌছে দেবো। কেউ যেনো কর্মহীন অবস্থায় না খেয়ে কষ্ট না পায় সেজন্যই এ প্রচেষ্টা।