ফেসবুকে স্ট্যাটাস দেখে প্রতিবন্ধীদের জন্য খাবার নিয়ে হাজির সমাজসেবা কর্মকর্তা

1453

 

মিরর বাংলাদেশ  : ফেসবুকে স্ট্যাটাস দেখে ১৬ ঘন্টার মধ্যেই একটি অর্টিজম শিক্ষালয়ের খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়ে মহানুভবতা দেখালেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম মোক্তার হোসেন। রোববার বেলা ১১টায় দক্ষিণ কলাবাগ এলাকার ডাঃ এ এফ হক অর্টিজম চাইল্ড মডেল কেয়ার একাডেমি’তে স্ব শরীরে গিয়ে সেখানকার প্রতিবন্ধী শিশুদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী’র প্যাকেট তুলে দেন তিনি। খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট হাতে পেয়ে প্রতিবন্ধী শিশুদের পরিবারে স্বতঃস্ফুর্ততা ফিরে আসে। তারা সমাজ সেবা কর্মকর্তাকে সাধুবাদ জানান এবং তার মাধ্যমে তারা মাননীয় প্রধাণমন্ত্রী’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। এদিকে প্রতিবন্ধী পরিবারগুলোর হাতে এসব উপহার সামগ্রী তুলে দেয়া শেষে এক প্রতিক্রিয়ায় মোক্তার হোসেন বলেন,আসলে Sabbir Sentu আইডি থেকে স্ট্যাটাসটা না দেখলে হয়তোবা এসব বিশেষ শিশুদের পরিবারগুলোর কথা জানতামনা। সবার আগে তারাই প্রাপ্য। তবে আগামীতে তারা যোগাযোগ করলে সবাইকে সরকারি ভাতার আওতায় আনার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ Sabbir Sentu কে। উল্লেখ্য,শনিবার দিবাত রাত ৯টায় Sabbir Sentu তার ফেসবুক আইডি থেকে ‘‘‘বন্দর দক্ষিণ কলাবাগ এর ডাঃ এ এফ হক অর্টিজম স্কুলের ৫০টি প্রতিবন্ধী পরিবারের জন্য কোন সাহায্য জোটেনি ‘’এমন একটি স্ট্যটাস দেন। স্ট্যটাসটি দেখার পর পরই বন্দর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম মোক্তার হোসেন স্কুল কর্তৃৃপক্ষের সঙ্গে তাৎক্ষনিকভাবে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রোববার বেলা ১১ টায় স্ব-শরীরে গিয়ে তিনি প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রী পেয়ে প্রতিবন্ধীদের পরিবারে সন্তোষ্ট প্রকাশ করে।একই সাথে তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফকে ধন্যাবাদ জানান।

সমাজসেবা অফিসার মোক্তার হোসেন বলেন,করোনা ভাইরাসে মানুষ অসহায়ত্ব বোধ করছে। কর্মহীন হয়ে ঘরে বন্দী দশায় আছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্দর উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে ফেসবুক ষ্টেটাস দেখে আমরা প্রতিবন্ধী শিশুদের পরিবারের খোঁজ নিয়ে খাবার পৌছে দিয়েছি। পাশাপাশি ৫০টি কর্মহীন পরিবারের মাঝে ত্রান বিতরন করেছি। পরিস্থিতি খুবই ভয়াবহ রুপ নিচ্ছে। এ সময় মানুষকে সচেতন থাকতে হবে। বাসায় অবস্থান করাটা খুবই জরুরী। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,ডা. এ এফ হক অটিজম চাইল্ড মডেল কেয়ার একাডেমির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওবায়দুল হক আরিফ,নাসিক ১৯,২০ ও ২১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ প্রমূখ।