বন্দরে ছিন্নমুলদের মাঝে ইফতার বিতরণ

724

মিরর প্রতিনিধি, নারায়ণগঞ্জ  :
নারায়ণগঞ্জের বন্দরে  ছালামত উল্লাহ ফাউন্ডেশনের অর্থায়ণে ও দৈনিক বিজয় পরিবারের উদ্যোগে আয়োজিত ছিন্নমূল রোজদারদের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ কর্মসূচীর দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সুদূর সিঙ্গাপুর প্রবাসী দানবীর ও শিল্পপতি হাসান আহাম্মেদ খোকনের ব্যবস্থাপনায় মঙ্গলবার ১১রমজান দ্বিতীয় দিনে বন্দরের শাহী মসজিদ,রেললাইন,হাজীপুর,মাহমুদনগর ও সোনাকান্দা এলাকার ছিন্নমূল ও ভাসমান রোজদারদের মাঝে ইফতার সামগ্রী উপহার দেয়া হয়। দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র তত্ত¡াবধানে মহৎ এ কার্যক্রমে অংশ নেন বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,নিউজ বন্দর টুয়েন্টিফোরডটকম’র সম্পাদক শেখ আরিফুল ইসলাম,দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ মিয়া,নারায়ণগঞ্জ জেলা যুব সংহতি’র সহ-সভাপতি প্রার্থী মোঃ লিয়াকত আলী,মহানগর ছাত্র সমাজ নেতা মানিক শেখ,বন্দর থানা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বাপ্পী,দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদুল হাসান সিরাত,নাজমুল হাসান সিয়াম ও চ্যানেল জিরো’র ক্যামেরা পার্সন ইমদাদুল হক মিলন।
উল্লেখ্য,ছালামত উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে শেষ রমজান পর্যন্ত রোজাদারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হবে।