মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জের বন্দরে বড় ভাইয়ের বটির আঘাতে খুন হয়েছে ছোট ভাই। রোববার দুপুরে থানার মিনারবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম আমজাদ হোসেন(৩২)। এ ঘটনায় পুলিশ ঘাতক বড় ভাই ইব্রাহিম(৩৫)কে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়,রোববার বেলা ১২টার সময় মিনারবাড়ি গ্রামের আমজাদের ছেলে মনসুর পার্শ্ববর্তী বাড়ির আম গাছ থেকে আম চুরি করে আনে। আম গাছ মালিক বিষয়টি মনসুরের জেঠা ইব্রাহিমকে অবহিত করলে ইব্রাহিম তার ভাতিজাকে চর থাপ্পর মারে। ছেলেকে মারতে দেখে আমজাদ ঘর থেকে ছুটে এসে ইব্রাহিমের সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হয়। এক পর্যায়ে বড় ভাই ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে মাছ কাটার বটি এনে ছোটভাইকে কোপ দিলে এতে ঘটনাস্থলেই আমজাদের মৃত্যু ঘটে। পরে আশ পাশের লোকজন জড়ো হয়ে ঘাতক বড় ভাইকে আটক করে। পরে পুলিশ এসে ঘাতককে থানায় নিয়ে যায় এবং নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।