বন্দরে ২০০ কর্মহীন পরিবারের মাঝে আর্থিক উপহার দিলো মোনেম মুন্না স্মৃতি সংসদ

609

ক্রীড়া প্রতিবেদকঃ

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার আবাহনী লিমিটেডের প্রয়াত অধিনায়ক মোনেম মুন্নার নিলামে বিক্রিত জার্সির আংশিক অর্থায়ণে করোনায় বিপর্যস্ত কর্মহীণ ২০০ পরিবারের মাঝে উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার বেলা ২টায় নারায়ণগঞ্জের বন্দরস্থ মোনেম মুন্না স্মৃতি সংসদের উদ্যাোগে এ সকল উপহার প্রদান করা উপহার প্রদান কার্যক্রমে অংশ নেন মোেনেম মুন্না স্মৃতি সংসদের সভাপতি আতিক আহম্মেদ সিদ্দিকী,সাধারণ সম্পাদক আজমল হোসেন বিদ্যুত,সহ-সভাপতি মকবুল হোসেন রতন,আসলাম সরকার,সহ-সাধারণ সম্পাদক মাসুদ সরদার,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুমন,ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ অন্তু,ওয়াসিম ভুইয়া সাবেক ফুটবলার জিয়াউল করিম রানা,কোচ জাকির হোসেন দিলীপ,আশরাফুল ইসলাম উজ্জল,দেলোয়ার হোসেন ও মোঃ ইউনূছ প্রধাণসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।