বন্ধুত্বের আড্ডায় মানবকল্যাণ পরিষদ

824

মিরর বাংলাদেশ: প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী গ্রাম ও ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের পানাম সিটিতে ১২ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী সামাজিক বন্ধনে বন্ধুত্বের আড্ডায় মুখরিত ছিল মানব কল্যাণ পরিষদ।
আলোর সন্ধানে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে সামাজিক বন্ধনকে অটুট রাখতে এবং আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানব কল্যাণ পরিষদ সচেতনতা বৃদ্ধিতে বৃহস্পতিবার বন্দরের সাবদী গ্রামে নৌ-ভ্রমণসহ ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের পানাম সিটিতে গোল বৈঠক করেছে সংগঠনের সক্রিয় সদস্য ও কর্মীরা। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্বাবধানে মহাসচিব গোলজার হোসেন ভূইয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থসচিব মোঃ সাইফুল ইসলাম। আনন্দ ও বিনোদনে সাহিত্য-সংস্কৃতিতে কবিতা, ছড়া পাঠ ও গান পরিবেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের আজীবন সদস্য রাসেল ইসলাম জীবন, দাতা সদস্য জামাল খান শাওন, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, সমাজকর্মী এম আতিকুল্লাহ মাসুদ, খোকন দাস, আকবর হোসেন জনি, সিনথিয়া মনি সুখী, শারমিন আক্তার, ফাহিমা আক্তার, আমিনা আক্তার, মিতু, রিয়া আক্তার, ওয়াসিমসহ অন্যান্য সদস্য ও কর্মীরা মানবিক গুণাবলী দিয়ে সৃজনশীলতায় আন্তরিকভাবে মানবতায় সেবায় এবং দেশের উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।