মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে আরিফ (২১) নামে এক গার্মেন্টকর্মী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ আরিফ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি এলাকার সোবহানের ছেলে। তিনি সিম্বা-১ নামে এক গার্মেন্টসে চাকরি করতেন ।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন দুই বন্ধু। পরবর্তীতে তারা সাইলো ঘাটে নোঙর করা জাহাজ থেকে লাফ দিলে ১ বন্ধু ফিরে আসতে পারলেও আরেক বন্ধু ফিরে আসতে পারেননি।
স্থানীয়দের ধারণা নদীতে তীব্র স্রোতের তোড়ে তিনি ডুবে গেছেন। পরে ডুবুরির দলকে খবর দেওয়া হয়। ডুবুরিরা এসে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
আরিফের বোন বিউটি বলেন, সকাল থেকে বৃষ্টি থাকার কারণে আমার ভাই তার বন্ধু পারভেজের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে আর বাড়িতে ফিরে নাই।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, আমরা সকাল থেকে উদ্ধার কাজ পরিচালনা করছি। এখন পর্যন্ত উদ্ধার করতে পারি নাই।